খবর:(ভারতে সোনা পাচারের ট্রানজিট বাংলাদেশ)
বাংলাদেশের সোনা-দানা
ভারতে যায় চলিয়া,
তাই তো আমার দাদা বাবু
আল্লাদে যায় গলিয়া।
দাদার পকেট হাওদা বিরাট
যেন সে এক থলিয়া,
চোরাচালান না হলে গে
মরেন তিনি জ্বলিয়া।
সোনার চালান যেয়ে যেয়ে
যাচ্ছে সোনা ফলিয়া,
কী হবে আর এসব কথা
জাতির কাছে বলিয়া।
আহাদ আলী মোল্লা