স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের কতুবপুর শিবপুরের মক্কেল ও তার স্ত্রী শিউলী খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় মক্কেলকে তার ছোটভাই মেরে রক্তাক্ত জখম করে। মক্কেলের স্ত্রী ঠেকাতে গেলে তাকেও মেরে পা ভেঙে দেয়। বালির ট্রলি বাড়ির ভেতরে নেয়ার কারণে ছোটভাইয়ের মুরগির ঘর ভাঙে। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই ও ভাবিকে মেরে রক্তাক্ত জখম করে বলে অভিযোগসূত্র জানা গেছে।