স্টাফ রিপোর্টার: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপারটেন পর্বে সত্যি সত্যি অঘটন ঘটিয়ে দিলো নেদারল্যান্ড। গতকাল সোমবার চট্টগ্রামে ইংল্যান্ডকে পরাজিত করে বাজিমাত করেছে এ দলটি। ৪৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে হাসি মুখে দেশে ফেরার অপেক্ষায় তারা। টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিঙয়ে পাঠায় ইংলান্ড। ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে ১৩৪ রারের টার্গেট ছুড়ে দেয় নেদারল্যাণ্ডস। কিন্তু এই ১৩৪ রানই চেজ করতে ব্যর্থ হয় স্টুয়ার্ট ড্রটের দল। শেষ তক সাত্র ৮৯ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড টিম। ইংল্যান্ড দলের কোনো ব্যাটসম্যান ভালো খেলতে পারেননি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো নেদারল্যান্ডসের কাছে পরাজিত হলো ইংল্যান্ড। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্বে আয়ারল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটিয়ে সুপারটেনে উঠে আসে ক্রিকেট অঙ্গনের নতুন শক্তি নেদারল্যান্ডস। অবশ্য দক্ষিণ আফ্রিকার সাথেও সুপারটেন পর্বে হাড্ডাহাড্ডি লড়াই করেছে এ দলটি।