কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ভারতীয় ৭ বোতল মদ, ৪ হাজার পিস ভারতীয় টিভির কার্বন ফ্লিম ও ১১টি সিডি উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা বিওপির নায়েক সুবেদার রুস্তম আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কর্তৃক জিনজিরাপাড়া মাঠ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৭ বোতল ভারতীয় মদ, ৪ হাজার পিস ভারতীয় টিভির কার্বন ফ্লিম রেজিস্ট্রার এবং ১১টি ভারতীয় সিডি উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।