অসহায় আত্মসমর্পণ টাইগারদের

 

স্টাফ রিপোর্টার: আবারো অসহায় আত্মসমর্পণ টাইগারদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি সেমিফাইনালে খেলার আশায় থাকা মুশফিক বাহিনী। ব্যাট হাতে টাইগারদের যাওয়া আর আসা দেখেছে গ্যালারি ভরা দর্শক। পাকিস্তানের করা ১৯১ রান তারা করতে গিয়ে ৫০ রান দূরে থাকতে থেমে যায় বাংলাদেশের রানের চাকা। টাইগারদের ধারাবাহিক হারের খাতায় যোগ হয় আরেকটি হার। এ হারের মধ্যদিয়ে সেমিফাইনাল থেকে ছিটকে পড়লো বাংলাদেশ। গতকাল রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়ে ১৯০ রান করে পাকিস্তান। গতকাল রোববার বেলা সাড়ে ৩টায় মিরপুর স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের চার ওভার তিন বলের মাথায় প্রথম সফলতা পান আব্দুর রাজ্জাক। সাজঘরে ফেরান কামরান আকমলকে। এরপর আট ওভার পাঁচ বলের সময় মোহাম্মদ হাফিজকে স্ট্যাম্পিঙের ফাঁদে ফেলেন তিনি। আর দশম ওভারে বল করতে এসে নিজের প্রথম উইকেট তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর রানের চাকা ঘুরিয়ে দলকে বড় সংগ্রহের দিকে যান শেহজাদ। বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে পাকিস্তান।

ব্যাট করতে নেমে দশ ওভার হতে না হতেই ব্যর্থতার মিছিলে নাম লেখান টাইগাররা। ইনিংসের চার ওভারের মাথায় সবার আগে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। তামিমের বিদায়ের পর ওয়ান-ডাউনে নেমেছেন সাকিব আল হাসান। সাকিব নামার কিছুক্ষণের মধ্যেই সাজঘরে ফেরেন পুরো টুর্নামেন্ট ভালো খেলা আনামুল হক বিজয়। এরপর শামসুর এবং মুশফিকও একই পথ অনুসরণ  করেন। এরপর ১৫ ওভারের মাথায় আউট হন সাকিব আল হাসান। এরপর আর কেউ হাল ধরতে পারেনি। শেষদিকে এসে মাশরাফি কয়েকটি বিনোদন জাগানিয়া শট খেললেও, তা ছিলো নিরর্থক। ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ১৪০।