স্টাফ রিপোর্টার: বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদি মাল্টিপল ভিসা ইস্যু করা হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন। গতকাল শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ‘বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ, সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে হাইকমিশনার বলেন, এ জন্য দাখিলকৃত প্রয়োজনীয় উপকরণ বা কাগজপত্র সন্তোষজনক হতে হবে। ঢাকার ভারতীয় হাইকমিশন এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এ সেমিনারের আয়োজন করে।