চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালে বায়োমেট্রি মেশিন সংযোজন

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালে ছানি অপারেশন রোগীদের দৃষ্টিশক্তি নিখুতভাবে নির্ণয়ের জন্য অত্যাধুনিক বায়োমেট্রি মেশিন সংযোজন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা থেকে এসে একজন বিশেষজ্ঞ স্ক্যান মেশিনটি চক্ষু হাসপাতালে স্থাপন করেন। বিগত কয়েক বছর প্রচেষ্টার পর এ মেশিনটি স্থাপনের ফলে স্বয়ংসম্পূর্ণ রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালে পরিণত হলো। সাম্প্রতিক সময়ে বর্তমানে অবকাঠামোসহ প্রায় ৪০ লাখ টাকার অপারেশনের যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সেক্রেটারি ফজলুর রহমান জানান, খুলনা বিভাগের মধ্যে সেরা হাসপাতাল হিসেবে রেড ক্রিসেন্ট চক্ষু হাসপাতাল অন্যতম। এ হাসপাতালে চক্ষু অপারেশনের জন্য অপারেটিভ মাইক্রোস্কোপ- ফ্যাকোমেশিন, অটোকেয়টের রি ফ্রেক্টর মেশিন, স্লিটল্যাম্প, টনো মিটারসহ প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি সংযোজনের ফলে রোগীন সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এমবি আজম জানান, আধুনিক সকল যন্ত্রপাতির পর বায়োমেট্রি মেশিন সংযোজনের ফলে আরো নিখুতভাবে রোগীদের রোগ নির্ণয় সম্ভব হবে। এতে সেবার মান আরো বাড়বে।

Leave a comment