মেহেরপুর অফিস: উপাস সম্প্রদায়ের প্রবক্তা শ্রী শ্রী বলরাম হাঁড়ীর শ শ ভক্ত মিলিত হয়েছেন তিন দিনব্যাপি মহোৎসবে। মেহেরপুর শহরের হালদারপাড়ায় বলরাম হাড়ির আশ্রমে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উৎসব। চলবে আজ শনিবার পর্যন্ত। দেশের বিভিন্ন স্থান ছাড়াও ভারতের কয়েকটি স্থানে বসবাসকারী ভক্তরাও মিলিত হয়েছেন বাৎসরিক মহোৎসবে। প্রথম দিনে বলরাম হাড়ির জীবনীর ওপর আলোচনা ও গুনকীর্তন গান পরিবেশন করেন ভক্তরা। সন্ধ্যায় প্রদীপ জ্বেলে প্রার্থনার মধ্যদিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে প্রভুর অলৌকিক ক্ষমতাবলী ও কার্যাবলীর ওপর আলোচনা। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি গোবিন্দ্র হালদার, সহসভাপতি নাণ্টু হালদার, নিপ্পন বাবু, সাধারণ সম্পাদক অনন্ত কুমার দাস, সহসধারণ সম্পাদক রনজিত কুমার দাস, কোষাধ্যক্ষ রতন কুমার ভুঁইমালী, সাংগঠনিক সম্পাদক মিন্টু বাঁশফোড়, সদস্য দিলীপ হালদার, রতন কুমার দাস, শৈলেন দাস, সুজন কুমার দাসসহ আগত ভক্তরা। শনিবার সকালে বলরামের জীবনের খাজনা অর্পন ও তুড়ানী বিতরণ শীর্ষক কিস্তি বসবে। দুপুর দেড়টায় প্রভুর ধূলোট অনুষ্ঠানে আবির বিনিময়, মিষ্টি বিতরণ, লুচি-মিষ্টি মহোৎসব ও প্রসাদ বিতরণ করা হবে। সব শেষে দেশ, কাল, পাত্রভেদে বিশ্ব মানব কল্যাণে ধর্ম আলোচনান্তে অধিবেশন সমাপ্ত করা হবে বলে জানান আয়োজক কমিটির সভাপতি গোবিন্দ হালদার ও সম্পাদক অনন্ত কুমার দাস।
হিন্দু সম্প্রদায়ের উপাস প্রবক্তা বলরাম হাড়ি বাংলা ১২৫৭ সারের ৩১ অগ্রাহায়ন মেহেরপুর শহরের মালোপাড়ার ওই স্থানে ইহলোক ত্যাগ করেন। তার ভক্তরা ওই স্থানে গড়ে তোলেন বলরাম হাড়ির আশ্রম। প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্ব মানব ধর্ম এক আত্মায় অনুভূতি ও শান্তি কামনায় জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে ভক্ত সমাবেশের আয়োজন করা হয়েছে বলে আয়োজক কমিটি আরো জানান।