মেহেরপুরে শিশু ছাত্রীর যৌন হয়রানির অভিযোগে ২ সন্তানের জনক আটক

 

মেহেরপুর অফিস: দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে (৮) যৌন হয়রানির অভিযোগে মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার বকুল (৩৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মেহেরপুর সদর থানার এসআই সুফল সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের কোর্ট রোডস্থ তার পানের দোকান থেকে তাকে আটক করে। আটক বকুল গোরস্তানপাড়ার সফিকুল ওরফে সফরার ছেলে। ২ সন্তানের জনক বকুল পেশায় একজন খিলি পানের দোকানদার।

পুলিশ ও নির্যাতিত স্কুলছাত্রী জানায়, গত বৃহস্পতিবার দুপুরে নিজ ঘরে টিভিতে কার্টুন দেখার সময় প্রতিবেশীর মেয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ঘরের মধ্যে একা পেয়ে প্রতিবেশী পান দোকানদার বকুল তাকে কুপ্রস্তাব দেয় ও পরে শারিরীকভাবে নির্যাতন করে। বিষয়টি জানাজানি হলে ওই রাতেই পৌরসভার  ৯ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল ইসলামসহ এলাকাবাসী বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হন। গতকাল শুক্রবার সকালে ওই ছাত্রীর পিতা মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে যৌন হয়রানিকারী অভিযোগে বকুলকে আটক করেছে পুলিশ।

Leave a comment