স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মামুন অর রশীদ আঙ্গুর প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি এক বিবৃতিতে এ ঘোষণা দিয়ে বলেছ্নে, আমি স্বেচ্ছাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
জানা গেছে, চুয়াডাঙ্গা জাফরপুরের বাসিন্দা মামুন অর রশীদ সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান। তিনি এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নামেন। ঘোড়া প্রতীক নিয়ে জোর প্রচার প্রচারণা চালিয়ে পরিচিত মুখ হয়ে ওঠেন। নির্বাচনের দু দিন আগেই তিনি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন। নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তিনি কোনো প্রার্থীকেই সমর্থনের কথা জানাননি।