ধর্মঘটে চিকিত্সা না পেয়ে রোগীর মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে চিকিত্সকদের ধর্মঘটে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিত্সা সেবা বন্ধ রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুধু বহির্বিভাগে সেবা বন্ধের ঘোষণা দেয়া হলেও কার্যত পুরো হাসপাতালেই ধর্মঘটের প্রভাব পড়েছে। হাসপাতালে চিকিত্সা না পেয়ে একজন রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আশরাফুল ইসলাম নামে এক রোগী মারা গেছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালের কোনো চিকিত্সক তাকে চিকিত্সা দেননি।

ধর্মঘট চলায় গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট না পেয়ে বিপাকে পড়েছেন রোগীর স্বজনেরা। বাইরে থেকে চিকিত্সা নিতে এসেও ফিরে গেছে অনেক রোগী। নগরের ডলফিন ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ক্লিনিক মালিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এ ধর্মঘটের ডাক দেয়।

Leave a comment