চুয়াডাঙ্গায় দেশটিভির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

হ্যাপি বার্থ ডে টু দেশটিভি

স্টাফ রিপোর্টার: ‘দেশকে ভালোবাসুন, দেশের সাথে থাকুন’ দেশ টেলিভিশনের এ স্লোগানের মতো সবাই দেশ টেলিভিশনকে ভালোবেসেই ৫র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বতঃস্ফূর্তভাবে এসেছিলেন শুভেচ্ছা জানাতে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে শুভাকাঙ্ক্ষিরা শুভেচ্ছা জানাতে আসতে থাকেন। চলে দুপুর পর্যন্ত। শুভেচ্ছা জানান, দৈনিক প্রথম আলো চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, এনটিভি জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, দি ইনডিপেনডেন্ট জেলা প্রতিনিধি এমএম আলাউদ্দীন, দিনবদলের কাগজ সম্পাদক রিচার্ড রহমান, বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি মরিয়ম শেলী, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি বিপুল আশরাফ, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি আব্দুস সালাম, বার্তা সংস্থা বিএনএস জেলা প্রতিনিধি চিত্তরঞ্জন শাহা চিতু, মাই টিভি’র জেলা প্রতিনিধি আতিয়ার রহমান, দৈনিক এশিয়া বাণী জেলা প্রতিনিধি নাসির জোয়ার্দ্দার, আরটিভি’র জেলা প্রতিনিধি কামরুজ্জামান চাঁদ, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি উজ্জ্বল মাসুদ, দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার আলম আশরাফ, তৌহিদ তুহিন, মারুফ হোসেন, ঘোলদাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা স্টার ফেয়ার কিন্ডারগার্টেন ও কচিকণ্ঠ কিন্ডারগার্টেনের পক্ষে শুভেচ্ছা জানাতে আসেন অধ্যক্ষ গোলাম কবীর মুকুল, স্বেচ্ছাসেবী সংস্থা রিসো’র পক্ষে সাধনসহ শিক্ষানুরাগী সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অনেকে। শুভেচ্ছা জানাতে এসে সবাই দেশ টেলিভিশনের শুভ কামনা করেন। সবাই এসেছে কিন্তু একটা ব্যক্তি পৌঁছাননি। বেলা তখন প্রায় ১১টা। তিনি আসার আগ পর্যন্ত দেশ টিভি’ চুয়াডাঙ্গা প্রতিনিধি খাইরুজ্জামান সেতুকে দেখে মনে হচ্ছিলো অভিভাবকহীন। তিনি আর কেউ না সেই ব্যক্তিটি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সেক্রেটারি দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সেতু’র সাংবাদিকতা জগতের অভিভাবক সরদার আল আমিন। এসেই বলে উঠলেন ‘হ্যাপি বার্থ ডে টু দেশটিভি।’ আর তখনই সেতু যেন প্রাণ ফিরে পেলো। কাটা হলো কেক। সবাই এক সাথে বলে উঠলেন ‘হ্যাপি বার্থ ডে টু দেশটিভি, হ্যাপি বার্থ ডে টু দেশটিভি…..’। চারপাশ মুখরিত হয়ে ওঠে এই ধ্বনিতে।। তারপর করা হয় র‌্যালি।