স্টাফ রিপোর্টার: পাঁচদিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে গেলেন মানলেন গজারিয়ায় বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল মান্নান মনার গুলিবিদ্ধ স্ত্রী লাকি আক্তার (৩৮)। এ নিয়ে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ৪ জনের মৃত্যু হলো। সহিংসতায় একের পর এক নিহতের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গজারিয়া। মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মৃণাল কান্তি দাসের দলীয় ২ চেয়ারম্যান প্রার্থীর ভোট কেন্দ্র দখল, সহিংসতা ও ভোট জালিয়াতির ঘটনাকে কেন্দ্র করে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বাউশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনার স্ত্রী লাকি আক্তার (৩৮), বালুয়াকান্দি ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন প্রধান (৪৫) ও ছাত্রলীগ নেতা মাহবুব আলম জোটনের (২৫) মৃত্যু হয়। কুপিয়ে আহত করা হয়েছে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান দেওয়ান (৫৫) ও মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম বীর বিক্রমকে (৬০)। এমনকি আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও ভাঙচুর করা হয়।
গুলিবিদ্ধ লাকির মৃত্যু : উত্তপ্ত গজারিয়া
