মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে রাবেজান মঞ্জিল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্যামপুর গ্রামের কৃতীসন্তান লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মো. আব্দুল ওয়াহাবের নেতৃত্বে ওই সেবা প্রদান করা হয়। ডা. আব্দুল ওয়াহাব ছাড়াও ঢাকার ২৫ জন ও জেলার ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপি রোগী দেখে ব্যবস্থাপত্র প্রদান করেন। জেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার রোগী সেবা গ্রহণ করেন। শ্যামপৃর গ্রামবাসী এ কাজে সার্বিক সহযোগিতা করেন।
১১ জন চর্ম ও যৌন বিশেষজ্ঞ, ১ জন কার্ডিওলজি/হার্ট বিশেষজ্ঞ, ৬ জন মেডিসিন বিশেষজ্ঞ, ১ জন অর্থপেডিক সার্জন, ২ জন গাইনী বিশেষজ্ঞ, ১ জন নাক কান গলা বিশেষজ্ঞ, ১জন ন্যাপরোলজি ও ৬ জন মেডিকেল অফিসার চিকিৎসা প্রদান করেন। চর্ম ও যৌন, ডায়াবেটিস, যকৃত, গাইনী, কিডনী ও অর্থপেডিক্সসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা সকাল থেকে ভিড় জমান।