মেহেরপুরের সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসককে মেহেরপুর ক্লাবের সংবর্ধনা

 

মেহেরপুর অফিস: মেহেরপুর ক্লাবের প্রধান উপদেষ্টা মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এবং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলীকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় মেহেরপুর ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একেএম ফজলুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের সদস্য সচিব হাসানুজ্জামান মালেক, মেহেরপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল, জেলা বাস মালিক সমিতির সভাপতি জহিরুল হক, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. আবু তাদের সিদ্দিক, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল হক খান চৌধুরী হেলাল, মামনুর আহমেদ, সিনিয়র সদস্য কেএম আতাউল হাকিম লাল মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্মসম্পাদক সাইফুল ইসলাম পল্টু, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, আমাম হোসেন মিলু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মতিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী, সাংবাদিক রশিদ হাসান খান আলো প্রমুখ। অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলীকে ক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট ২০১৩’র পুরস্কার বিতরণ করা হয়।

Leave a comment