বাবলীর বিয়ে আজ : পিতার অভাব মুঁছতে হেলিকপ্টারেও আসছেন অনেকে

 

স্টাফ রিপোর্টার: শরিফ উদ্দীন বাবলু বললে ক’জনই আর চিনবে? খোলা মনের সর্বদা হাস্যউজ্জ্বল ‘বাবলু মামা’ নামে পরিচিত সেই মানুষটা গত হয়েছে বেশ কিছুদিন আগে। আজ শুক্রবার তার একমাত্র মেয়ে বাবলীর বিয়ে। বিয়েতে যোগ দিতে কর্মব্যস্ততার মাঝেও চুয়াডাঙ্গার ছেলে ঢাকা ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলিপ কুমার, এনামুল হক মুকুল ও টিউমল জোয়ার্দ্দারসহ অনেকে। এরা আজ ঢাকা থেকে হেলিকপ্টারযোগে চুয়াডাঙ্গায় বেলা সাড়ে ১১টার দিকে অবতরন করবেন। মেয়রসহ অন্যরাতো আয়োজনে থাকছেনই।

চুয়াডাঙ্গা মসজিদপাড়ার শরিফ উদ্দীন বাবলু ঠিকাদারি করতেন। বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন তিনি। বাকপটু, চোখের পলকে আচরণ বদলানো হাসিখুশি মানুষটার বন্ধুমহল ছিলো অনেক। চলে গেছেন। রেখে গেছেন স্মৃতিসহ অসংখ্য ভক্তকূল। তাদেরই একজন দিলিপ কুমার। বাবলুকে ওয়ায়েচকুরুনী টিটো অবশ্য নানা বলেই ডাকতেন। মেয়ে বাবলীর আজ বিয়ে। পিতার অনুপস্থিতি মুছতেই মূলত দিলিপ, লালা, মুকুল, টিটো, টিউমলদের পদচারনা। সকলের উপস্থিতিতে বাবলীর বিয়ে শুভ হোক। এ প্রতাশ্যা তার মা মিনি বেগমের। আয়োজন বিশাল না হলেও বিশাল মনের মানুষগুলো শত ব্যবস্ততার মাঝেই থাকবেন বিয়ের আয়োজনে। বাবলীর বিয়ে হচ্ছে কুষ্টিয়া বড়বাজারের কামরুজ্জামান বেলালের ছেলে সাইফুজ্জামান সুজনের সাথে।

Leave a comment