ফেনসিডিলসহ ঈশ্বর্দীর মানিক আটক : বগা লাপাত্তা

 

দর্শনা বিজিবির হল্টস্টেশনপাড়ায় মাদকবিরোধী অভিযান

দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়েছে হল্টস্টেশনপাড়ায়। বিজিবি সদস্যরা ওই পাড়ার অভিযুক্ত মাদককারবারী বগার বাড়িতে অভিযান চালিয়ে আটক করেছেন ঈশ্বর্দীর মানিক নামের এক ফেনসিডিলকারবারীকে। উদ্ধার করা হয়েছে ফেনসিডিল। মানিক ও বগার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলী ও ল্যান্সনায়েক রাসেল সিকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা হল্টস্টেশন এলাকার নুরু বাহারের ছেলে সমির উদ্দিন ওরফে বগার বাড়িতে। বিজিবি সদস্যরা বগার ঘর থেকে আটক করে পাবনা জেলার ঈশ্বর্দী পৌর এলাকার আমবাগানপাড়ার আব্দুস সাত্তারের ছেলে মানিককে (২৪)। বিজিবির পক্ষ থেকে বলেছে, মানিকের শরীরে সেটিং ও বগার ঘর থেকে উদ্ধার করা হয়েছে ১শ ১ বোতল ফেনসিডিল। এ ঘটনায় বগা কৌশলে পালিয়ে যায়। এদিকে হাবিলদার শওকত আলী বাদী হয়ে আটককৃত মানিক ও পালাতক আসামি বগার বিরুদ্ধে গতকালই দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।

Leave a comment