দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১০১ বোতল ফেনসিডিলসহ মানিক (২৪) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের দর্শনা ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল খানের নেতৃত্বে হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দর্শনা হল্টচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে ফেনসিডিলসহ আটক করে। সে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আমবাগান গ্রামের ছাত্তার হোসেনের ছেলে।