দামুড়হুদার কার্পাসডাঙ্গা অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কার্পাসডাঙ্গা ইসলামিয়া (বিএ) ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মীর মো. জান্নাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরজাহান বেগম, প্রধান আলোচক জেলা (কমলাপুর) পিটিআই ইনস্ট্রাকটর হারুনার রশীদ। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলার সমবায় অফিসার ফসিয়ার রহমান, কিন্ডারগার্টেনের জেলা সম্পাদক মামুন-অর-রশীদ, বদরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক হেলেনা নাসরিন, কিন্ডারগার্টেনের জেলা যুগ্মসম্পাদক গোলাম কবির মুকুল, অক্সফোর্ড প্রি-ক্যাডেটের পরিচালক বনি ইয়ামিন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক ইকবাল হোসেন।

Leave a comment