ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গরুভর্তি পাউয়ারট্রলির ধাক্কায় নজীর আলী নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সিপুর থেকে আসা গরুভর্তি পাউয়ারট্রলি শিয়ালমারী পশুহাটে নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড়ে বিপরীতগামী পথে আসা সাইকেলআরোহী সুবলপুর গ্রামের মৃত খলিল শেখের ছেলে নজীর আলীকে (৬০) ধাক্কা মেরে ফেলে দেয়। তাকে দ্রুত দামুড়হুদা (চিৎলা) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার একটি হাত ও পা ভেঙে গিয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া গরুভর্তি পাউয়ারট্রলি চালক দামুড়হুদা উপজেলার কুনিয়াচাঁদপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মতিয়ার রহমানকে স্থানীয় জনগণ ধরে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে দেয়।