তৃতীয় শ্রেণির ছাত্র বিদ্যুত স্পৃষ্ট হয়ে হাসপাতালে

 

 

আলমডাঙ্গায় অবৈধ বিদ্যুত সংযোগ নিয়ে স্কুল চত্বরে জলসা

 

সদরুল নিপুল: জাকের পার্টির নেয়া অবৈধ বিদ্যুত সংযোগে জড়িয়ে মৃত্যুর সাথে লড়ছে তৃতীয় শ্রেণির ছাত্র আলমডাঙ্গা বটিয়াপাড়ার সৌরভ। এ ঘটনার পর অভিযুক্ত নেতারা গাঢাকা দিয়েছেন। অনুমতি না নিয়ে বার্ষিক জলসায় স্থানীয় একটি ক্লাব থেকে বিদ্যুত সংযোগ নেয় জলসা কর্তৃপক্ষ। রাতে বিদ্যুত সংযোগটি বিচ্ছিন্ন না করেই চলে যায় তারা। সকালে স্কুলে এসে অবৈধ বিদ্যুত সংযোগে জড়িয়ে গুরুতর আহত হয় সৌরভ। সৌরভকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাসূত্রে জানা গেছে, গত বুধবার প্রশাসনের অনুমতি না নিয়ে আলমডাঙ্গার বটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জাকের পার্টির উদ্যোগে বার্ষিক জলসা অনুষ্ঠিত হয়। স্থানীয় জাকের পার্টির নেতা আসাদুজ্জামানের নেতৃত্বে অনুষ্ঠিত এ জলসার জন্য বিদ্যুত সংযোগটিও নেয়া হয় অবৈধভাবে। স্কুল সংলগ্ন শহীদ আবীর হোসেন তরুণ সংঘ থেকে বিদ্যুত সংযোগ নেয়া হয়। রাত ১২টার পর জলসা শেষ হলে জলসা কর্তৃপক্ষ যেনতেনভাবে বিদ্যুতের তার ফেলে চলে যায়। সংযোগ বিচ্ছিন্ন না করে স্কুল মাঠে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় তার। গতকাল সকালে স্কুলের ছাত্র-ছাত্রীরা খেলছিলো। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুত স্পৃষ্ট হয় তৃতীয় শ্রেণির ছাত্র বটিয়াপাড়া গ্রামের রবিউল হকের ছেলে সৌরভ (১০)। সকাল পৌনে ১০টায় এ ঘটনার পর সৌরভকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার হাত, পা ও কোমর ঝলসে গেছে বলে হাসপাতালসূত্রে জানা গেছে। এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তারা তাদের শাস্তি দাবি করেছে। এ ব্যাপারে বটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবেরা সুলতানা বলেন, জলসার ব্যাপারে আমার কাছ থেকে কোনো অনুমতি নেয়া হয়নি।