টিপ্পনী

 

খবর:(তিতুদহ বলদিয়ার মারুফ মোবাইলফোনে সাড়া দিয়ে গ্যাঁড়াকলে)

 

গভীররাতে কার ঘরে যাও

কার ডাকে দাও সাড়া;

সেদিন খেলে তাড়া-

পাজি হতচ্ছাড়া।

 

তুমি নাকি রোজ রাতে দাও

ফাঁকা মাঠে গোল;

মাখাও পাতে ঝোল-

পালাও খেয়ে ঘোল।

 

ফটকা ফাজিল ফচকে বেজুত

তুমি গাধার গাধা;

আস্ত হাদার হাদা-

মাখলে গায়ে কাদা।

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment