জিয়াই প্রথম রাষ্ট্রপতি : খালেদা

স্টাফ রিপোর্টার: ছেলে তারেক রহমানের পর খালেদা জিয়াও দাবি করেছেন, জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। স্বাধীনতা দিবসে উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ দাবি করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নের অভিযোগ তোলেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা হিসেবে খালেদা জিয়াকেও সম্মাননা দেয়া হয়। স্বামী জিয়াউর রহমানকে দেয়া সম্মাননা স্মারকও নেন তিনি।

বিএনপিকে স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে দলের চেয়ারপারসন খালেদা বলেন, তারা যতোই বলুক, কিন্তু প্রকৃত ইতিহাস হচ্ছে, স্বাধীনতার ঘোষক ও প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই আওয়ামী লীগ জিয়াকে ভয় পায়। সেজন্য তারা ওই ঘোষণাকে স্বীকৃতি দিতে চায় না।

Leave a comment