চুয়াডাঙ্গার বড়শলুয়া-খাড়াগোদা রাস্তার গাছ বিক্রি : ৩ নেতা অভিযুক্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বড়শলুয়া-খাড়াগোদা রাস্তার বেশকিছু মূল্যবান গাছ সম্প্রতি ঝড়ে উপড়ে পড়ে যায়। উপড়ে যাওয়া গাছ কেটে আজিম, লিটন এবং আসাদুল বিক্রি করে খেয়েছে বলে অভিযোগ উঠেছে। কতিপয় নেতা রাস্তার গাছ বিক্রির টাকা পকেটস্থ করায় চলছে আলোচনা-সমালোচনা।

এলাকাবাসীসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া-খাড়াগোদা রাস্তার বেশকিছু মূল্যবান গাছ গত শনিবার ঝড়ে উপড়ে যায়। অভিযোগ উঠেছে, উপড়ে যাওয়া প্রায় অর্ধলক্ষাধিক টাকার মূল্যবান গাছ কৌশলে বিক্রি করে দেয় বড়শলুয়া গ্রামের খলিলের ছেলে বিএনপি নেতা আজিম উদ্দিন, গোস্টবিহার গ্রামের ক্ষমতাসীন দলের নেতা লিটন উদ্দিন, খাড়াগোদা গ্রামের আসাদুল হক যোগসাজসে ওই গাছ বিক্রি করে টাকা পকেটস্থ করেছে। গাছ বিক্রির টাকা ৩ জনের পকটেস্থ হওয়ায় চলছে আলোচনা সমালোচনার ঝড়। অনেকে মন্তব্য করে বলেন, ভাগাভাগির ব্যাপারে নেতায় নেতায় কি দারুন মিল। এ বিষয়ে অভিযুক্ত আজিম, লিটন ও আসাদুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমনটায় মনে করছে এলাকাবাসী।