গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী শহরের চালব্যবসায়ী হাফিজুল ইসলামের দোকানের কাছে একটি ককটেল ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে কাগজ কুড়াতে গিয়ে কয়েকজন শিশুর নজরে পড়ে ককটেলটি। তবে কী কারণে ককটেল ফেলে রাখা হয়েছে তা নিশ্চিত হতে পারছেন না ব্যবসায়ী হাফিজুল ইসলাম। গাংনী থানার ওসি মাছুদুল আলম জানিয়েছেন, এসআই মনির সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে ককটেলটি উদ্ধার করেছেন। কী কারণে কারা এটি রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত গাংনী বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান মানিকসহ ব্যবসায়ীরা জানান, এর আগে ব্যবসায়ীদের কাছে চাঁদার দাবিতে বেশ কয়েক বছর আগে বাজারে বোমা রাখা ও বোমা হামলার ঘটনা ঘটে। তাই ককটেল রাখার ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।