ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ট্রাকভর্তি ২ হাজার ৮২৫ বোতল ফেনসিডিলসহ দু মাদকব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো-মাগুরার আলাইপুর এলাকার বসির মোল্লার ছেলে রনি হোসেন (২৬) ও একই জেলার শ্রীপুর উপজেলার মকরদমখোলা গ্রামের পিকুল কাজীর ছেলে রকি কাজী (১৯)।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মো. গোলাম রব্বানী জানান, খুলনা-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে ট্রাকযোগে ফেনসিডিলের একটি চালান রাজধানী ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টার দিকে র্যাবের একটি দল কালীগঞ্জ শহরে আগমুন্দিয়া এলাকায় মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় একটি ট্রাক তল্লাশি করে ৩ হাজার বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ট্রাকটি জব্দ ও দু মাদকব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।