আলমডাঙ্গা প্রিক্যাডেট হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা শরীর-মনকে স্বাভাবিক বিকাশে সহায়তা করে। লেখাপড়ার একঘেয়েমি রোধ করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। তাই বেশি বেশি খেলাধুলা আয়োজন করতে হবে। গতকাল আলমডাঙ্গা প্রিক্যাডেট হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রিক্যাডেট হাইস্কুলের সভাপতি বিজয় কুমার মোদির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- মহাখালি হাসপাতালের ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম হেলাল। বিশেষ অতিথি ছিলেন শ্রী কৃঞ্চপদ গোস্বামী, মুক্তিযোদ্ধা শেখ নূর মোহাম্মদ জকু, মুক্তিযোদ্ধা আজিজুল হক, সাবেক বণিক সমিতির সম্পাদক আমিনুল হক, প্রিক্যাডেট হাইস্কুলের প্রধান শিক্ষক আরিফুজ্জামান বাবু, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম প্রমুখ। প্রিক্যাডেট হাইস্কুলের সহকারী শিক্ষক শাহানেওয়াজ কবীরের পরিচালনায়  উপস্থিত অতিথিবৃন্দরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।