আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমডাঙ্গার সাবেক পৌর চেয়ারম্যান হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কাউছার আহমেদ বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, জেলা আওয়ামী লীগ সদস্য আব্দুর রাজ্জাক, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ। শাহীন রেজা শাহীনের উপস্থাপনায় বক্তব্য রাখেন কৃষক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, কৃষি সম্প্রসারণ অফিসার কোবাদ আলী প্রমুখ। প্রান্তিক কৃষকদের মধ্যে প্রথম দিনে ১৮৫ জন কৃষককে ৪০ কেজি করে সার ও নেরিকা ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।