স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গার আনছারবাড়িয়ার জাদুপুর গ্রামে গলায় বিস্কুট বিধে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। দোকান থেকে বিস্কুট কিনে খেলে শিশু শারমিনের গলায় বিধে যায়। তাকে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু শারমিনের মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলে চুয়াডাঙ্গার আনছারবাড়িয়ার জাদুপুর গ্রামের দোকান থেকে বিস্কুট কিনে খায় গ্রামের শাহীনের ৩ বছরের শিশুকন্যা শারমিন। বিস্কুট গলায় বিধে গেলে সে নেতিয়ে পড়ে। তাকে গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতরাত ৮টার দিকে তার মৃত্যু হয়। গতরাতেই তার লাশ গ্রামে নিয়ে যাওয়া হলে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।