আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে ৩দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 

কবীর দুখু মিয়া: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে ৩ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ৩ দিনের বিভিন্ন ইভেন্টের খেলা শেষ হওয়ার পর গতকাল গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় বিদ্যালয়ের চত্বরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল মোতালেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. বজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির কোষাধ্যক্ষ হাজি. আব্দুল হালিম মুন্সী, ঢাকা রেনটা লি. কমার্শিয়াল ম্যানেজার মো. আনোয়ার হোসেন, জেলা আ,লীগের সদস্য কুতুবপুর ইউপি সাবেক চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন টাইগার, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. আতিয়ার রহমান মুকুল মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলাউদ্দিন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক মো জাকির হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.সাইফুল ইসলাম স্বপন।

Leave a comment