মেহেরপুর অফিস: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই প্রথম মেহেরপুর পৌরসভাকে ওয়াইফাই নেটওয়ার্ক জোন ঘোষণা করা হয়েছে। ফ্রি ইন্টারনেট সুবিধা দিতে গতকাল বুধবার মহান স্বাধীনতা দিবসে সকাল ৭টায় ওয়াইফাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পৌরসভা কার্যালয় চত্বরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল ওয়াইফাই ব্যবহার করে স্কাইপির মাধ্যমে কথা বলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, এ কার্যক্রমের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে একধাপ এগিয়ে গেল মেহেরপুর পৌরসভা। তথ্য প্রযুক্তির উন্নত সেবার মধ্যদিয়ে তরুণ প্রজন্ম তাদের কাঙ্ক্ষিত সাফল্যের দিকে এগিয়ে যাবে। মেহেরপুর পৌর মেয়র আলহাজ্জ মোতাছিম বিল্লাহ মতুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. পল্লব ভট্টাচার্য প্রমুখ।
ওয়াইফাইয়ের পাশাপাশি মেহেরপুর পৌর নাগরিকদের নানাবিধ সুযোগ সুবিধা সম্বলিত ঘোষণা, বিভিন্ন দিবসের তাৎপর্য তুলে ধরা, দিনে পাঁচওয়াক্ত নামাজের আজান ও তার বাংলা অর্থ, সরকারি ঘোষণা, ইফতার সেহরির ঘোষণা, মৃত্যু সংবাদ, পৌর তথ্যসহ বিভিন্ন তথ্য ডিজিটাল শব্দ যন্ত্রের মাধ্যমে প্রচার করা হবে।
মেয়র বলেন, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পৌরবাসীর সাধ্যের কথা বিবেচনা করে পৌরবাসীকে উন্নত তথ্য প্রযুক্তি সেবা দিতেই ফ্রি ওয়াইফাই এবং তথ্য সুবিধা দিতে ডিজিটাল শব্দ যন্ত্র চালু করা হলো। প্রথম পর্যায়ে মেহেরপুর পৌরসভার সামনের প্রধান সড়কে দক্ষিণে, আদালত ভবন, উত্তরে কিছু দূরত্বে, বাসস্ট্যান্ড এলাকা, মেহেরপুর পৌরকলেজ এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে ওয়াইফাই সেবা পাওয়া যাবে। মোবাইল, কম্পিউটার ও ল্যাপটপে ফ্রি ওয়াইফাই ব্যবহারের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন মেহেরপুর পৌরবাসী। মেহেরপুর পৌরসভার আদলে দেশের সকল পৌরসভাকে ফ্রি ওয়াইফাই’র আওতায় আনতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন তিনি।