নিউইয়র্কের আদালতে লাদেনের জামাতা দোষী সাব্যস্ত

 

মাথাভাঙ্গা মনিটর: সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আল-কায়দা প্রধান ওসামা বিন-লাদেনের জামাতা সুলেমান আবু ঘাইতকে দোষী সাব্যস্ত করেছে নিইউইয়র্কের একটি আদালত। ৯/১১ সন্ত্রাসী হামলার পর আল-কায়দার মুখপাত্রের ভূমিকা পালন করেছিলেন তিনি। তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আগামী সেপ্টেম্বরে সাজা ঘোষণা করবে আদালত। কুয়েতের অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা সুলেমান আবু ঘাইত গত বছর জর্ডানে গোয়েন্দাদের জালে ধরা পড়েন। এরপর বিচারের জন্য তাকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সওয়াল-জবাবের পরে গতকাল তাকে দোষী সাব্যস্ত করেছে জুরি। তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। এগুলো হচ্ছে, মার্কিনীদের খুনের ষড়যন্ত্র, আল-কায়দাকে সহায়তা করার ষড়যন্ত্র এবং আল-কায়দাকে মদত দেয়ার অভিযোগ।