দামুড়হুদার হাউলী ইউপির উপনির্বাচন নিয়ে গুঞ্জন

 

আলোচনায় সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা

দামুড়হুদা অফিস: দামুড়হুদার হাউলী ইউনিয়ন পরিষদের উপনির্বাচন কবে হবে ঠিক নেই। কারণ এ নির্বাচনের তফশিল নির্বাচন কমিশনার এখনো ঘোষণা করেনি। নির্বাচনের ঘোষণা হবে কবে তাও কেউ না জানলেও আন্দাজের ওপর অনুমান কষছেন প্রার্থীরা। আর সমর্থকরা ছড়াচ্ছেন তাদের নামের তালিকা। সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা জোরেসোরে রটনার কারণে এলাকার বাতাসে তারা ভাসছে, কেউ কেউ খাচ্ছে দোল আর তা নিয়ে চলছে বেশ গুঞ্জন।

এলাকাবাসীসূত্রে জানা গেছে, হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. আজিজুর রহমান উপজেলা চেয়ারম্যান নির্বাচনে বিজয়ী হওয়ায় পর থেকেই এ গুঞ্জন শুরু হয়। হাউলী ইউপি চেয়ারম্যানের পদটি মাও. আজিজুর রহমানকে নিয়ম মাফিক ছেড়ে দিতে হবে, সে হিসেবে  এ পদটি শূন্য হবে। এই প্রার্থী হিসেবে যেসকল ব্যক্তির নাম এলাকায় জোরেসোরে আলোচনা হচ্ছে তারা হলেন- ইউপির দু বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান হাজি মো. শহিদুল ইসলাম ও আরেক সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মিন্টু শাহ’র নাম। পাশাপাশি জামায়াত সমর্থিত ৩ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ইউপি মেম্বার সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিশান তরফদার, হাউলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান। দলীয়ভাবে সমর্থন পেতে এরা নাকি এখন থেকেই লবিং শুরু করছে।