জীবননগর ব্যুরো: জীবননগরে দুর্নীতি প্রতিরোধ সপ্তার উদ্বোধন ও স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ‘সবাই মিলে গড়বো দেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ স্লোগানে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং স্বাধীনতা দিবসে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী আব্দুস সামাদ, সদস্য আলমগীর হোসেন, জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামানিক, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, সোনালী ব্যাংক জীবননগর শাখার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান ও সততা সংঘের সদস্যবৃন্দ।