৯ বিশিষ্টজনের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

 

স্টাফ রিপোর্টার: ৯ বিশিষ্ট ব্যক্তির হাতে মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার দেয়া হয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ পুরস্কার তুলে দেন। মনোনীতরা একটি করে সোনার পদক এবং একটি সম্মাননাসূচক প্রত্যয়নপত্র পান। একই সাথে প্রত্যেককে নগদ এক লাখ করে টাকা দেয়া হয়। গত ২ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- সংস্কৃতিতে শিল্পী কাইয়ুম চৌধুরী। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য সাবেক গণপরিষদ সদস্য মোহাম্মদ আবুল খায়ের (মরণোত্তর), মুন্সি কবির উদ্দিন (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অবদান রাখা লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী, শহীদ কাজী আজিজুল ইসলাম (মরণোত্তর), খসরুজ্জামান চৌধুরী (মরণোত্তর), শহীদ এসবিএম মিজানুর রহমান ও মোহাম্মদ হারিছ আলী। এছাড়া পুরস্কার পাচ্ছেন ভাষা সৈনিক অধ্যক্ষ মো. কামরুজ্জামান (মরণোত্তর)।

Leave a comment