স্টাফ রিপোর্টার: উচ্চ আদালতে মামলা থাকার কারণে মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনার বাড়িটি আপাতত সরকারিভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার সংসদের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সম্পর্কে জাতীয় জাতীয় পার্টির একেএম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সুচিত্রা সেনের বাড়ি পাবনার গোপালপুর মৌজায়। জমির পরিমাণ ২১ দশমিক ২৫ শতাংশ। সুচিত্রা সেনের বাবা করুণাময় দাসগুপ্ত দেশত্যাগ করলে তত্কালীন আইন অনুযায়ী বাড়িটি শত্রু সম্পত্তি (অর্পিত সম্পত্তি) হিসেবে তালিকাভুক্ত হয় এবং সরকার দখলে নেয়। ১৯৮৭ সালে ইমাম গাযযালী ইনস্টিটিউটের চেয়ারম্যানের নামে সরকার বাড়িটি বছর ভিত্তিতে ইজারা দেয়। ১৯৯১ সালে প্রতিষ্ঠানটি স্থায়ী ইজারার আবেদন জানালে সরকার তা নাকচ করে। ২০০৯ সালে সরকার একসনা ইজারা বাতিল করে সুচিত্রা সেনের বাড়ির দখল ছেড়ে দেয়ার জন্য প্রতিষ্ঠানকে চিঠি দেয়। সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইমাম গাযযালী ইনস্টিটিউট হাইকোর্টে রিট দায়ের করেন। আদালত রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করেন।