স্টাফ রিপোর্টার: মহানায়িকা সুচিত্রা সেনের জীবনী নিয়ে নির্মাণ করা হচ্ছে বাংলা চলচিত্র সদরঘাট। প্রযোজনা প্রতিষ্ঠান মেসার্স সরদার অ্যান্ড কোম্পানি মহানায়িকা সুচিত্রা সেনের জীবনের ওপর এই চলচ্চিত্রটি যৌথ প্রযোজনায় নির্মাণের জন্য বিএফডিসিতে তালিকাভুক্ত হয়েছে বলে সংসদকে এ তথ্য জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মোয়াজ্জেম হোসেন রতনের এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী সংসদে এ কথা বলেন। মন্ত্রী বলেন, মহানায়িকা সুচিত্রা সেনের মহাপ্রয়াণে তথ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চলিচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পক্ষ থেকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবাণী প্রদান করা হয়েছে। বিএফডিসি মূলত চলচ্চিত্র নির্মাণে সহায়তা দানকারী প্রতিষ্ঠান। করপোরেশন কোনো চলচ্চিত্র নির্মাণ করে না। অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী সংসদকে জানান, সূচিত্রা সেনের পিতার বাড়িটি নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। বর্তমানে বাড়িটিতে ইমাম গাজ্জালী ইন্সটিটিউট নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত কিছু করা সম্ভব হবে না।