মাথাভাঙ্গা মনিটর: ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে গিয়ে রাস্তার বেহাল দশা দেখে তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়েছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। তবে কৌশলে পাল্টা জবাব দিতে ছাড়েননি তৃণমূলের কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জিও।
রাহুল গান্ধী বলেছেন, ‘ভেবেছিলাম কমিউনিস্টরা চলে যাওয়ার পর পশ্চিমবঙ্গের হাল ফিরবে। কিন্তু কোথায় কী! আমরা কেন্দ্র থেকে কোটি কোটি টাকা পাঠাচ্ছি রাস্তাঘাট তৈরি ও মেরামতির জন্য, টাকা কোলকাতায় পৌঁছেও যাচ্ছে, অথচ আপনারা থাকছেন সেই তিমিরেই। কন্ট্রাকটর আর রাজনীতির কারবারীরা সেই টাকা হাপিস করে দিচ্ছে!’ রাহুলের বক্তব্যের নির্যাস হলো, লঙ্কায় গিয়ে তৃণমূলও রাবণ হয়ে গেছে। প্রায় তিন বছরের শাসনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুট বলতে উত্তরবঙ্গে ছুটেছেন। কিন্তু তা সত্ত্বেও উত্তরের রাস্তার হাল ফেরেনি। ভাঙাচোরা সেই রাস্তাকেই গতকাল মঙ্গলবার রাহুল গান্ধী হাতিয়ার করলেন। জলপাইগুড়ির নাগরাকাটায় জুড়ুঙ্গি চা-বাগানের কাছে কর্মিসভায় তার আক্ষেপ, ভেবেছিলাম কমিউনিস্টরা চলে যাওয়ার পর পশ্চিমবঙ্গের হাল ফিরবে। ঘটনাচক্রে মমতা ব্যানার্জিও রয়েছেন উত্তরবঙ্গে। রাহুলের ঢিলের জবাবে নকশালবাড়ির কর্মিসভায় তিনিও পাটকেল ছুড়ে বুঝিয়ে দিয়েছেন, দূরত্ব দুই পক্ষ থেকেই বেড়ে গেছে। প্রদেশ কংগ্রেসের নেতাদের মন খারাপ হয়ে গেলেও তাঁরা অখুশি নন।