দামুড়হুদা নাটুদা যৌথবাহিনী ক্যাম্পের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় জিরা উদ্ধার

 

আটকবর প্রতিনিধি: দামুড়হুদা উপজেলাধীন নাটুদা যৌথবাহিনীর অভিযানে চন্দ্রবাস গ্রাম থেকে ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে দামুড়হুদা উপজেলার নাটুদা যৌথবাহিনী ক্যাম্প ইনচার্জ আবুল হাসেম ও ৬ নং আনসার ব্যাটালিয়নের হাবিলদার আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে চন্দ্রবাস গ্রামে অভিযানকালে আনুমানিক ২০/২৫ কেজি ওজনের এক বস্তা ভারতীয় জিরা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। যার আনুমানিক মূল্য পাঁচ হাজার টাকা। এ অভিযানে কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ।

Leave a comment