দর্শনায় জাতীয় দিবস উদযাপন পরিষদের কালো রাত পালনে আলোর মিছিল

 

 

দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলা ও দর্শনা পৌর আ.লীগের যৌথ আয়োজনে কালো রাত পালন, আলোক মিছিল ও সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে দর্শনা রেল বাজার ফুলতলা চত্বর থেকে আলোক পদযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। পদযাত্রা শেষে কেরুজ শহীদ স্মৃতি স্তম্ভে অনুষ্ঠিত হয়েছে সংক্ষিপ্ত আলোচনাসভা। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় দফতর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফ, আলী মুনসুর বাবু, শফিকুল আলম, ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক আনোয়ার হোসেন, নজরুল মাস্টার, মোস্তাফিজুর রহমানসহ আ.লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Leave a comment