স্টাফ রিপোর্টার: ডেল স্টেইনের বিধ্বংসী বোলিঙের কাছে হারলো ব্লাক ক্যাপসরা। ৪ উইকেট নিয়ে নিশ্চিত জয়ের হাতছানি দেয়া নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডার একাই গুঁড়িয়ে দেন স্টেইন। ফলে ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে ২ রানে পরাজয় বরণ করে নিতে হয় নিউজিল্যান্ডকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভার শেষে সংগ্রহ ৬ উইকেটে ১৭০ রান। জেপি ডুমিনি কিউই বোলারদের ওপর একাই চড়াও হয়ে ৪৩ বলে ১০ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৮৬ রানের এক অনন্যসাধারণ ইনিংস উপহার দেন। এছাড়াও ওপেনার হাশিম আমলা ৪০ বলে ২ চারে ৪১ রানের সতর্ক ইনিংস খেলেন। নিউজিল্যান্ডের পক্ষে অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন ২৮ রানে এবং টিম সাউদি ৪৬ রানে দুটি করে উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে কিউরা। উইলিয়ামসন ৫১ ও গাপটিলের ২২ রানের উদ্বোধনী জুটি দারুণ সূচনা করে। এর সাথে ব্যাটিং তাণ্ডবে যোগ দেন রস টেইলর। ৩৭ বলে ব্যক্তিগত ৬২ রানে শেষ বলে রান আউট হন তিনি। ব্যাটিং তাণ্ডবের প্রকটতা এতো ছিলো যে মরনে মরকেলের তিন ওভারে ৫০ রান তুলে নেয় কিউরা। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের পরতে পরতে যে নাটকীয়তা লুকিয়ে থাকে তা আবার প্রমাণ করলেন স্টেইন। শেষ ওভারে প্রয়োজন ৭ রান। হাতে রয়েছে ৪ উইকেট। ওভারেই প্রথম বলেই সাজঘরে ফেরান লুকক রনকিকে। এরপর ব্যাট করতে নামের নাথান ম্যাককালাম। পরের দু বল কোনো রানই নিতে পারলেন না। ওভারের চতুর্থ বলে চার হাঁকালেন তিনি। পঞ্চম বলে মারতে গিয়ে অধিনায়ক ডু প্লেসিসের হাতে তালুবন্দি হলেন। তখনো নাটকীয়তা বাকি। কারণ উইকেটে ৬২ করে অপরাজিত রয়েছেন রস টেইলর। জয়ের জন্য প্রয়োজন এক বলে ৩ রান। আশা ছিলো কিউইদের মনে। কিন্তু না, ওভারের শেষ বলে নিজেই ফিল্ডিং করে রানআউট করলেন রস টেইলরকে।