স্টাফ রিপোর্টার: ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছিলো হল্যান্ড। ভাগ্যের নির্মম পরিহাস মূলপর্বে প্রথম ম্যাচেই সর্বনিম্ন রান করে রেকর্ড গড়তে হলো ডাচদের। ১০.৩ ওভারেই ৩৯ রান অলআউট হয় গত ম্যাচের মারকুটে সব ব্যাটসম্যান। এর আগে সর্বনিম্ন ৫৬ রানের রেকর্ডটি ছিলো কেনিয়ার দখলে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে হল্যান্ড। প্রথম ওভারের তৃতীয় বলেই আঘাত হানে কুলাসেকেরা। এরপর ক্রমাগত উইকেট হারাতে থাকে ডাচরা। কুপার ছাড়া হল্যান্ডের আর কোনো ব্যাটসম্যানই দু অঙ্কের ঘরে পৌঁছুতে পারেনি। কুপারের সংগ্রহ ১৬ রান। তিনটি করে উইকেট নেন ম্যাথুস ও মেন্ডিস। দুটি উইকেট পান মালিঙ্গা। একটি পান কুলাসেকেরা। কুলাসেকেরা দু ওভার বল করে শূন্য রান দিয়ে ১ উইকেট নেন। এটিও টি-টোয়েন্টিতে ইতিহাস হয়ে থাকবে। জবাবে ব্যাট করতে নেমে ৯০ বল বাকি থাকতেই ৯ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন পেরেরা। ১৪ রান জামিলের শিকার হন তিনি। এছাড়া দিলশান ১২ ও জয়াবর্ধনে ১১ রান করেন।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বনিম্ন রান করে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে হল্যান্ড। রেকর্ড গড়ার ক্ষেত্রে পিছিয়ে নেই শ্রীলঙ্কাও। ৯০ বল হাতে রেখে হল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে। সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের নতুন রেকর্ড এখন লঙ্কানদের। এর আগের রেকর্ডটি ছিলো আয়ারল্যান্ডের দখলে। ২০১২-এ দুবাইয়ে আইরিশরা কেনিয়াকে হারিয়েছিলো ৭৬ বলে হাতে রেখে। হল্যান্ডের দেয়া মাত্র ৪০ রানের লক্ষ্য চোখের পলকেই ছুঁয়েছে শ্রীলঙ্কা। কুশল পেরেরা উইকেটটি হারিয়ে মাত্র ৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে লঙ্কানরা। আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলেই হল্যান্ড উঠেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে। সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচেই উড়তে থাকা হল্যান্ডকে মাটিতে নামিয়ে আনলো শ্রীলঙ্কা। তাও আবার এমনভাবে নামলো হল্যান্ড, যা কিনা ঠাঁই নিলো রেকর্ড বইয়ে! ৩৯ রানে অলআউট হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় ইনিংসের রেকর্ডটি এখন ডাচদের দখলে।