রোববার নির্বাচন হয়নি : ভোট ডাকাতি হয়েছে : রিজভী

 

স্টাফ রিপোর্টার: চতুর্থ দফা উপজেলা নির্বাচনে শাসক গোষ্ঠী দিনদুপুরে ভোট ডাকাতি করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গত সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি বলেন, রোববার নির্বাচন হয়নি, ভোট ডাকাতি হয়েছে। দেশের মানুষ দেখেছে সাধারণ মানুষ কোথাও ভোট দিতে পারেনি।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ভোট ডাকাতি করলেও নির্বাচন কমিশন নির্লিপ্ত ভূমিকা পালন করেছে। কমিশন সরকার সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করেছে। রিজভী বলেন, দলীয় এজেন্টদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিএনপি প্রার্থীরা বিজয়ী হলেও সে ফলাফল পরিবর্তন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ক্ষমতাসীনরা ফলাফল নিজেদের পক্ষে করে নিয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, নির্বাচন কমিশন  কাজ করে প্রধানমন্ত্রীর অধীনে। এ কারণেই ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখল, এজেন্টদের মারধর করার ক্ষেত্রে কমিশন ক্ষমতাসীনদের সহযোগিতা করেছে। সংবাদ ব্রিফিঙে নিহতদের জন্য মাগফেরাত এবং আহতদের জন্য দ্রুত আরোগ্য কামনা কামনা করেন বিএনপির এ যুগ্মমহাসচিব।

Leave a comment