খবর : ( হেরোইন রাখার দায়ে সাতগাড়ির নয়নের জেল জরিমানা)
এবার তোমায় জেলের ঘানি
টানতে হবে,
লাল দালানে বুক ভাসিয়ে
কাঁনতে হবে।
মানান রকম বিষের জ্বালায়
জ্বলতে হবে,
নিজের হাতে নিজের দু কান
মলতে হবে।
পারলে এবার মানুষ হয়ে
আসতে হবে,
নইলে বাপু আবার কখন
ফাঁসতে হবে!
– আহাদ আলী মোল্লা।