স্টাফ রিপোর্টার: রাজধানীতে ‘হেলথ ভিশন বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানোর পর আসল বোতলে নকল ভ্যাকসিন ভরে বিক্রি করায় তুষার ইমরান (২১) নামের প্রতিষ্ঠানটির একজন কর্মীকে আটক করেছে ৱ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৱ্যাব)। ১৫টি ভ্যাকসিনসহ তুষার ইমরানকে আটক করার পর তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার ৱ্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। ৱ্যাব বলছে, ফেসবুক পেজে ভালো কথার বিজ্ঞাপন দিয়ে প্রতিষ্ঠানটি আসল টিকার বোতলে (অ্যাম্পুলে) বাইরে থেকে তরল ভরে হেপাটাইটিস-বি ভ্যাকসিন হিসেবে বিক্রি করে। আদালত পরিচালনাকারী ৱ্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা বলেন, হেলথ ভিশন বাংলাদেশের বাকি চার অংশিদার শুভ হানিফ (২৬), মো. মাসুম (২৮), এ্যানি (২৫) ও বাঁধনের (২০) বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে।
ফেসবুকে একটি পেইজ খুলে কয়েকজন তরুণ হেলথ ভিশন বাংলাদেশ নামের প্রতিষ্ঠানটি চালাচ্ছিলেন। নিজেদের পেইজে তারা স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন সচেতনতার কথা বললেও আসলে তারা জন্ডিস-হেপাটাইটিস-বির নকল টিকা বিক্রি করেন। দণ্ড পাওয়া তুষার ওই প্রতিষ্ঠানের বিক্রয় নির্বাহী বলে তার পরিচয়পত্রে উল্লেখ রয়েছে। প্রতিষ্ঠানটির ঠিকানা দেয়া আছে পল্লবী এলাকার।