স্টাফ রিপোর্টার: বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘আমাদের দেশে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। আমাদের ব্যক্তিগত সফলতা খুবই জরুরি। তেমনি ভালো কাজের জন্য একজনের যাত্রাই যথেষ্ট। একজন যাত্রা করলে সবাই ধীরে ধীরে এগিয়ে আসবে। একদিন আমিই বাংলাদেশ হয়ে উঠবে আমরাই বাংলাদেশ।’
গতকাল সোমবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আমিই বাংলাদেশ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। গত বছর থেকে প্রথম আলো আমিই বাংলাদেশ দেশে-বিদেশে বাংলাদেশের মানুষের নানা ইতিবাচক কাজ বিশ্বের সামনে তুলে ধরছে। এই সফল মানুষগুলোকে উত্সাহিত করতে এসব প্রতিবেদন প্রকাশ করা শুরু হয়। এই উদ্যোগকে আরও জোরদার করার উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, যে তরুণদের কাজ অন্যদের স্বপ্ন দেখায়, তাদের আমরা সবার সামনে নিয়ে আসতে চাই। এভাবে তাদের কাজে আরও শত শত তরুণ উত্সাহিত হবে, স্বপ্ন দেখবে, নতুন নতুন চিন্তা করবে। এ অনুষ্ঠানের মাধ্যমে আমিই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নতুন করে যাত্রা শুরু করলো।