হেরোইন রাখার দায়ে সাতগাড়ির নয়নের জেল জরিমানা

 

কমিউনিটি পুলিশিং কমিটির মাদকবিরোধী পদক্ষেপ : থানা পুলিশের মামলা

 

স্টাফ রিপোর্টার: মারণ নেশা হেরোইন রাখার অপরাধে চুয়াডাঙ্গা সাতগাড়ি নতুনপাড়ার মোছা. নয়নের ২ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২৫ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। চুয়াডাঙ্গার যুগ্মজেলা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক আবদুর রহমান গতকাল জনাকীর্ণ আদালতে আসামির উপস্তিতিতে এ রায় প্রদান করেন।

মামলাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সাতগাড়ি নতুনপাড়ার মনিরুল ইসলামের স্ত্রী মোছা নয়নকে (৩০) ২০০৮ সালের ১৩ জুন ৭ পুরিয়া হেরোইনসহ আটক করে স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা। তাকে আটকের পর পুলিশে দেয়া হয়। সদর থানার তৎকালীন এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে চার্জশিট দেয়া হয়। যুগ্ম জেরা জজ ২য় আদালতে বিচার শুরু হয়। বিজ্ঞ আদালত মামলার ৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণ পরীক্ষা করে ১৯৯০ সারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারার টেবিল ১ (ক) ধারায় দোষী সাব্যস্ত করে উল্লেখিত দণ্ডাদেশ দেয়া হয়।