স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন মন্ত্রীত্ব পাচ্ছেন। গতকাল রোববার বিকেলে এরকমই খবর ছড়িয়ে পড়ে। ফলে চুয়াডাঙ্গা মেহেরপুরসহ পার্শ্ববর্তী এলাকা সরগরম হয়ে ওঠে। মিষ্টিমুখেরও ধুম পড়ে।
কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি? গতকাল বিকেলে বেলা গড়ানোর সাথে সাথে এ প্রশ্ন তীব্রতর হয়ে ওঠে। কেউ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়, কেউ বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। অবশ্য গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত মন্ত্রী পরিষদ বর্ধিত বা পরিবর্তনের খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টসূত্র বলেছে, মন্ত্রী পরিষদ সচিবালয় থেকে ইতোমধ্যে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির অবস্থান সম্পর্কে তথ্য নেয়া হয়েছে। বর্ধিত মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে যাদের নাম তালিকাভুক্ত হয়েছে তাদের মধ্যে তিনি রয়েছেন শক্ত অবস্থানে।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ৫২ বছর ধরে রাজনীতি করছেন। রাজনৈতিক জীবনের সিংহভাগই সংগ্রামের। আওয়ামী লীগের দুর্দিনে তিনি যেমন ছিলেন অন্যতম কান্ডারি, তেমনই তিনি জনদরদী হিসেবে স্বীকৃত। পরপর দু দফা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করা হয়েছেন। তাকে হুইপ করায় চুয়াডাঙ্গার মানুষ আবেগ আপ্লুত হয়ে বলেন, এটা চুয়াডাঙ্গাবাসীর প্রত্যাশারই প্রতিফলন। এরই মাঝে গতকাল বিকেলে জানা যায়, তিনি মন্ত্রীত্ব পাচ্ছেন। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে কেউ কেউ মিষ্টির দোকানে ছুটে যান। মিষ্টি কেনেন। ফুলের তোড়ারও অর্ডার পড়ে। রাত গভীর হওয়ার সাথে সাথে আলোচনা ঝিমিয়ে পড়ে।