কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার ধান্যঘরা গ্রামের গৃহবধূ মাজেদা খাতুন আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের কারণে তিনি গতরাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তবে মাজেদার পিতা পক্ষের অভিযোগ তাকে স্বামী পক্ষের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে।
জানা গেছে, দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের হাড়িপাতিল ব্যবসায়ী খালিদ হোসেন ৩ কন্যা সন্তানের জনক। প্রায় ৬ মাস আগে তাদের একমাত্র পুত্র ৮ বছর বয়সী মামুন আলমসাধুর সাথে ধাক্কা খেয়ে মারা যায়। এ কারণে মাজেদাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন স্বামী খালিদ। গতকাল বিকেলে হাড়িপাতিল বোঝাই ভ্যানে তালা মারা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয়। এরই এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের একটি আমগাছে গলায় ফাঁস দিয়ে মাজেদা আত্মহত্যা করেন। মাজেদা একই উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত আজির বক্সের মেয়ে। মাজেদার পিতাপক্ষের লোকজনের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। আজ লাশের ময়নাতদন্ত হতে পারে।