: পুলিশের তৎপরতা অব্যাহত
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার বোয়ালিয়ার মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে অপহৃত বিএনপি নেতা হাসিবুল ইসলামকে ফিরিয়ে পেতে তার পরিবারের সদস্যরা মরিয়া হয়ে উঠেছেন। পুলিশি তৎপরতাও রয়েছে চোখে পড়ার মতো। বিএনপি নেতা হাসিবুলকে মুক্তিপণের দাবিতেই অপহরণ করা হয়েছে।
এলাকাসূত্রে জানা গেছে, তাকে ফিরিয়ে পেতে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। হাসিবুলের পরিবারের সদস্যরা গুজব বলে উড়িয়ে দিয়ে বলেছেন তাকে ফিরিয়ে পাওয়ার চেষ্টা করা হচ্ছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মোবারক মণ্ডলের ছেলে বিএনপি নেতা হাসিবুল ইসলাম গত ২১ মার্চ রাতে ঝিনাইদহ কালীগঞ্জে আলু বিক্রি করে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ১১টার দিকে গ্রামের পুজা মণ্ডপের নিকট থেকে অপহরণ করা হয়। তিনদিন পর মোবাইলফোনের মাধ্যমে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে গুঞ্জন উঠলেও অপহৃতের পরিবারের সদস্যরা তা ভয়ে স্বীকার করছেন না।